Binimoy
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয় পাঠক,
কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি অসাধারণ নতুন সার্ভিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আপনাদের সাথে বিনিময় নিয়ে বিস্তারিত ধারন দেব। বিনিময় কি বা কিভাবে এটি কাজ করে?
বিনিময় এর মাধ্যমে আম জনতা বা গ্রাহক কি সুবিধা পাবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।
তাছাড়া বিনিময় একাউন্ট কিভাবে খুলবেন সেটিও দেখানো হবে।
বিনিময় কিঃ বিনিময় বলতে আমরা একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে অপর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অর্থ স্থানান্তরের মাধ্যম কে বোঝায়।
এছাড়াও ব্যাংক থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে ব্যাংকে অর্থ স্থানান্তরের মাধ্যম কেও বোঝায়।
অর্থাৎ বিকাশ থেকে রকেটে বা নগদে একইভাবে নগদ/রকেট থেকে বিকাশে অর্থ বা টাকা পাঠানোর পদ্ধতিকেই বিনিময় বলে। এই সেবা ব্যবহার করে গ্রাহক যেকোনো সময় বিকাশ থেকে রকেটে বা অন্য সকল মোবাইল ওয়ালেটে অর্থ আদান-প্রদান করতে পারবেন।
বর্তমানে কিন্তু এক মোবাইল ফিন্যান্সিয়াল সেবা থেকে অন্য মোবাইল ফিন্যান্সিয়াল এ অর্থ আদান প্রদান করা যায় না। অর্থাৎ বিকাশ থেকে রকেট নগদে বা রকেট থেকে বিকাশে অর্থ আদান-প্রদান করা যায় না।
কিন্তু বিনিময় সার্ভিস কে কাজে লাগিয়ে গ্রাহক যেকোনো সময় বিকাশ থেকে নগদ রকেটে অথবা রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন।
বিনিময় অ্যাপঃ বাংলাদেশ ব্যাংক এর তথ্য মতে আপাতত বিনিময় এর চালু হচ্ছে না। তবে, তা খুব শীঘ্রই চালু করা হবে। আপাতত গ্রাহকগন তাদের মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাপ যেমন বিকাশ/রকেট/সেলফিন অ্যাপ থেকে বিনিময় একাউন্ট খুলতে পারবেন এবং বিনিময় সার্ভিস উপভোগ করতে পারবেন।
বিকাশ/রকেট/সেলফিন অ্যাপ থেকে বিকাশ টু সেলফিন / বিকাশ টু রকেট / রকেট টু বিকাশ / রকেট টু সেলফিন / রকেট টু সেলফিন / সেলফিন টু রকেট টাকা পাঠাতে পারবেন।
ভবিষ্যতে দেশের সকল ব্যাংক এবং সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস যুক্ত করা হবে। আপাতত ১০/১১/২০২২ তারিখ পর্যন্ত বিকাশ রকেট ও সেলফিনে এই বিনিময় সেবা পাওয়া যাবে।
তবে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে ধীরে ধীরে সকল মোবাইল ফিন্যান্সিয়াল কেই এই সেবার আওতায় আনা হবে এবং অ্যাপ চালু করা হবে।
বিনিময় একাউন্টঃ বিনিময় একাউন্ট খুলতে নতুন করে আইডি কার্ড বা লাইভ ফটো তুলার কোনো প্রয়োজন নেই।
আপনার ব্যবহৃত বিকাশ/রকেট/সেলফিন অ্যাপ আপডেট করে নিবেন। আপডেট করার পর অ্যাপ এর একটি নতুন মেন্যু পাবেন Binimoy তথা বিনিময় নামে।
একাউন্ট খুলতে বা একাউন্ট পরিচালনা করতে বিনিময় বাটনে ক্লিক করবেন।
সাধারণত বিনিময় একাউন্ট খুলতে বিনিময় ইউনিক ইউজার নেম,ইমেইল, পোস্ট-কোড, ই-টিন(আবশ্যিক নয়) এবং ৬ সংখ্যার পিন লাগে। এই পিন আপনি নিজের মত করে দিবেন।
ইউনিক ইউজার নাম বলতে আপনার একটি এমন ইউজার নেম যেটা অন্য কেউ ব্যবহার করেনি। এটা আপনি আপনার নাম ও দিতে পারেন যদি সেটা খালি থাকে বা অন্য কেউ এটা ব্যবহার করে না থাকে।
যেমন sultan এইরকম। এখন আমি আমার বিনিময় এর ইউজার নেইম sultan দিতে পারব যদি কেউ এই নামে আগে কখনো বিনিময় একাউন্ট খুলতে না থাকে।
দেখা গেল কেউ আমার আগেই sultan নামে ইউজার খুলে ফেলেছে এখন আমাকে sultan121 অথবা sultan321 এই রকম নাম্বার বা আলাদা শব্দ ব্যবহার করে একটা ইউনিক ইউজার নেইম বাছাই করে নিতে হবে।
আপনার ইউজার নেইম যদি sultan নামে হয় তাহলে আপনার পূর্নাংগ বিনিময় ইউজার আইডি হবে sultan@binimoy।
এখন যে কেউ এই ইউজার নেম ব্যবহার আপনাকে টাকা পাঠাতে পারবে অথবা আপনার কাছে টাকার জন্য রিকুয়েষ্ট জানাতে পারবে।
নিচে কিভাবে বিনিময় একাউন্ট খুলবেন তার নিয়ম দেয়া হলো এবং টিউটোরিয়াল দেখানো হলোঃ
কিভাবে বিকাশের মাধ্যমে বিনিময় একাউন্ট খুলবেনঃ
প্রথমে আপনার বিকাশ/রকেট/সেলফিন অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করুন।
এর পর অ্যাপ এ প্রবেশ করুন এবং বিনিময় নামক মেনুতে ক্লিক করুন।
আপনার কাছে একাউন্ট এর অনুমতি এবং শর্ত এর সম্মতি চাইবে।
আপনাকে বিনিময় এর একাউন্ট খোলার ফর্ম পূরন করতে বলবে।
উক্ত ফর্মে আপনাকে ইউনিক ইউজার নেইম,ইমেইল, ই-টিন,পোস্ট-কোড ও ৬ সংখ্যার বিনিময় পিন দিতে হবে।
সবকিছু সঠিক ভাবে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে কনফার্মেশন পপ আপ জানানো হবে যে আপনার বিনিময় একাউন্ট সফল্ভাবে খোলা হয়েছে।
এর পর থেকে আপনি বিনিময় সেবা কাজে লাগিয়ে যেকারো একাউন্টে টাকা পাঠাতে এবং টাকার জন্য রিকুয়েষ্ট করতে পারবেন।
* এইভাবে আপনারা খুব সহজেই বিনিময় একাউন্ট খুলে নিতে পারবেন এবং এর সকল সার্ভিস উপভোগ করতে পারবেন।
নিচে আপনাদের দেখাব কিভাবে রকেট এবং সেলফিন এর মাধ্যমে বিনিময় একাউন্ট খুলবেন।
রকেট ও সেলফিন এর আপনারা বিকাশ এর মতোই বিনিময় একাউন্ট খুলতে পারবেন।
কিভাবে রকেট এর মাধ্যমে বিনিময় একাউন্ট খুলবেনঃ
প্রথমে আপনার রকেট আপডেট করুন।
এর পর হোম স্ক্রিনের নিচে বিনিময় অপশনে ক্লিক করুন।
আপনার নাম,আইডি কার্ড নাম্বার,জন্ম সাল দেয়ায় থাকবে।আপনাকে একটি ইউনিক ইউজার নেইম দিতে হবে।
আপনার বিনিময় আইডি সহজভাবে চেনার জন্য Alias অপশনে নিজের নাম দিয়ে দিতে পারবে।
এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন।
এর পর আপনার রকেট নাম্বারে একটি ওটিপি পাঠানো উক্ত ওটিপি দিতে নেক্সট বাটনে ক্লিক করবেন।
সবকিছু ঠিকভাবে দিলে আপনাকে কনফার্মেশন মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে।
এর পর আপনি বিনিময় ড্যাশবোর্ড দেখতে পারবেন।
এখন আপনি বিনিময় সেবা ব্যবহার করে রকেটের মাধ্যমে যেকোনো একাউন্ট এ টাকা পাঠাতে পারবেন।
* প্রিয় পাঠক আশা করি আপনারা উপরে দেয়া নিয়ম অনুসারে রকেটের মাধ্যমে বিনিময় একাউন্ট খুলতে পারবেন। এখন আপনাদের দেখানো কিভাবে সেলফিন ব্যবহার করে বিনিময় একাউন্ট খুলবেন।
সেলফিনের মাধ্যমে কিভাবে বিনিময় একাউন্ট খুলবেনঃ
বরাবরের মতো সেলফিন অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করুন।
সেলফিন অ্যাপ এ প্রবেশ করুন এবং Fund
Transfer এ ক্লিক করুন।
বিনিময় বাটনে প্রেস করুন।
দুটো অপশন দেখতে পাবেন। এবাউট বিনিময় এবং ইউজার রেজিস্ট্রেশন। এইখান থেকে ইউজার রেজিস্ট্রেশন এ ক্লিক করবেন।
আপনার ইউনিক ইউজার নেইম দিবেন। আপনারা সেলফিন একাউন্ট অথবা এমক্যাশ এর মাধ্যম বাছাই করতে পারবেন। ইউজার নেইম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
৬ সংখ্যার বিনিময় পিন দিন। ব্যস হয়ে গেলো আপনার বিনিময় একাউন্ট। এর পর আপনারা খুব সহজেই বিনিময় সেবা ব্যবহার করে আন্ত লেনদেন করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন