বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্তপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আজকে আপনাদের সাথে মূলত একটি স্মার্ট প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও ফ্রেময়ার্ক এর পরিচয় করিয়ে দেব এবং এই ফ্রেমওয়ার্ক ও প্রোগ্রামিং ভাষার শিখাটা কতটা গুরুত্তপূর্ণ তা আলোচনা করব এর পাশাপাশি এই ভাষা শিখলে ভবিষ্যতে ভালো পর্যায়ে যাওয়া যাবে কিনা বা এই ভাষার ভবিষ্যত কি তার একটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ফ্ল্যাটার কি: ফ্লাটার হলো গুগলের নির্মিত একটি ওপেন-সোর্স ইউআই সফটওয়্যার ডেভলপমেন্ট কিট, যা ব্যবহার করে একক কোড থেকে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, গুগল ফুসিয়া(পরবর্তী অপারেটিং সিস্টেম) এবং ওয়েবের জন্য অ্যাপ্লিকেশন বানানো সম্ভব।(উইকিপিডিয়া থেকে নেয়া)
এটি কিট বানাতে গুগল ২০১৫ তে কাজ শুরু করে এবং ২০১৭ সালে রিলিজ করে।
মূলকথায় ফ্ল্যাটার হলো এমন একটি ফ্রেমওয়ার্ক যারা মাধ্যমে আপনারা খুব সহজেই ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ বানাতে পারবেন।
আপনি ফ্ল্যাটারে এন্ড্রুয়েড অ্যাপ এর জন্য একবার কোড লিখলেন এখন সেইম কোড টিকেই আপনি আইওএস লিনাক্স উইন্ডোজ সহ বাকী সকল অপারেটিং সিস্টেমে রান করাতে পারবেন।
তাই আপনাকে আলাদা বা সকল অপারেটিং সিস্টেমের জন্য আলাদা ভাবে বিভিন্ন ল্যাংগুয়েজ শিখতে হচ্চে না বা কোড লিখতেও সময় লাগবে না।
ফ্ল্যাটার কতটা ভালো তা দেখে নেয়া যাকঃ ধরুন আপনি আপনার কোম্পানীর জন্য একটি মোবাইল অ্যাপ বানাবেন।
প্রথমে আপনি এন্ড্রুয়েড অ্যাপ বানাবেন সেটাই সাভাবিক; এন্ড্রুয়েড অ্যাপ বানাতে আপনাকে প্রথমে জাভা অথবা কটলিন প্রোগ্রামিং ভাষা শিখতে হবে তার পরেই আপনি আপনার কোম্পানির জন্য এন্ড্রয়েড অ্যাপ বানাতে পারবেন।
দেখা গেল কিছু পর আপনাকে আপনার কোম্পানির অ্যাপ আইফোনে ও দিতে হবে তাহলে আপনাকে নতুন আরেকটা প্রোগ্রামিং ভাষা শিখে আইওএস এর জন্য আবার নতুন ভাষা দিয়ে নতুন করে কোড লিখতে হবে।
এখন হয়তবা আপনারা ই ধারণা করতে পারছেন এতে আপনার কতটা ভাষা শিখা লাগছে এবং কত সময় ব্যয় করতে হচ্ছে।
কারণ ভাষা শিখা ও প্রত্যেক অপারেটিং সিস্টেমের জন্য আলাদা করে কোড লিখার বেলায় ও সময় লাগে।
তাছাড়া আপনারা যদি উক্ত অ্যাপ কে উইন্ডোজ বা লিনাক্স এ ও রান করাতে চান তাহলে আপনাকে আবার আলাদা প্রত্যেক অপারেটিং সিস্টেমের জন্য আলাদা ভাষা ও কোড লিখা ও শিখা লাগবে।
এই সমস্যাটি সমাধানে গুগল ২০১৭ সালে ফ্ল্যাটার নিয়ে আসল!
আপনি ফ্ল্যাটারের মাধ্যমে মাএ ১ বার কোড লিখবেন সেটা হোক এন্ডুয়েড বা আইফোনের জন্য! সেই সেইম কোডটিকেই আপনি বাকী সকল অপারেটিং সিস্টেমে রান করাতে পারবেন।
এখানে না আপনাকে বেশী ভাষা শিখার পিছনে সময় ব্যয় করতে হচ্ছে না আপনাকে বেশি কোড লিখার পিছনেও সময় ব্যয় করতে হচ্ছে।
একবার কোড লিখেই আপনি সকল অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ বানাতে পারবেন।
তাছাড়া ফ্ল্যাটার ফ্রেমওয়ার্ক টি গুগল থেকে নির্মিত। তাই আমরা ধারণা করতে পারি এটার ভবিষ্যত কতটা উজ্জ্বল! বা যারা এই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবে তাদের ও জন্য ও কতটা ভালো।
ফ্ল্যাটার সাধারণ ডার্ট প্রোগ্রামিং ভাষার উপর বেইসড করে বানানো। আর ডার্ট প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কতটা ফাস্ট তা ত আপনারা জানেন ই।
বর্তমানে গুগোল ছাড়াও পৃথিবীর বড় বড় কোম্পানি তাদের অ্যাপ তৈরি করার জন্য ফ্লাটার ব্যবহার করছে।
নিচে আমরা কয়েকটি জনপ্রিয় অ্যাপ এর নাম দেব যেগুল ফ্ল্যাটার দিয়ে বানানো হয়েছে।
এই ফ্ল্যাটার শিখে আপনারা খুব সহজেই যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ বা সফটওয়্যার বানাতে পারবেন।
নিজের জন্য বা কোম্পানির জন্য অথবা ফ্রি-ল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে এর ভালো চাহিদা আছে।
যা শিখে আপনি স্মার্ট একটা স্যালারি পেতে পারেন।
আর বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের অনেক সকল দেশে ফ্ল্যাটারের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশের অনেক মোবাইল ব্যাংকিং অ্যাপ ও ফ্ল্যাটার দিয়ে বানানো হয়েছে।
ফ্ল্যাটার দিয়ে বানানো কিছু জনপ্রিয় অ্যাপ এর তালিকাঃ
- BMW
- Abbey Road Studios
- Alibaba Group
- Beike
- Google Pay
- Google Ads
- ByteDance
- CrowdSource
- Dream11
- eBay
- Hamilton
- iRobot
- 4 Pics 1 Word
- Nubank
- Patch Me: Eye Patch Tracking
- Push
- Cryptograph
- Watermaniac
- Pairing
- Lunching
- Postmuse – Instagram photo editing app
- Xianyu by Alibaba
- KlasterMe
- QuintoAndar
- Reflectly
- Rive
- Stadia
- Robert Felker: Generative Art
- Sua Musica
- US Department of Veterans Affairs
- Supernova
- Tencent
- Toyota
- Rows
- Wallace & Gromit AR
- Deen - Islamic App
* আরো অনেক জনপ্রিয় ও ভালো অ্যাপ আছে যা ফ্ল্যাটার দিয়ে বানানো।
All The App Details Collect From Flutter Official Website Flutter Showcase And Much More Article...
(এই সকল অ্যাপ এর তথ্য ফ্ল্যাটার এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেয়া আপনারা বিস্তারিত জানতে উপরের লিংক এ ক্লিক করে দেখে আসুন)
আরো অনেক দেশ বিদেশের জনপ্রিয় অ্যাপ আছে যা ফ্ল্যাটার দিয়ে বানানো।
একটি মন্তব্য পোস্ট করুন
কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন