গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা আয় করবেন!

গুগল এডসেন্স থেকে আয় করুন
গুগল এডসেন্স থেকে আয় করুন
 

প্রিয় পাঠক,কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন.

আল্লাহ তালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে একটি বিশেষ গুরুত্তপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।

এই বিষয়টি নিয়ে কাজ করে আপনারা আপনাদের অনলাইন ক্যারিয়ার বানাতে পারবেন।

মূলত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা গুগল এডসেন্স এর মাধ্যমে সঠিক উপায়ে অর্থ উপার্জন করা যায়।

তার আগে এটা জানা জরুরি যে, গুগল এডসেন্স কি বা এই গুগল এডসেন্স কিভাবে কাজ করে বা এই এডসেন্স এর মাধ্যমে কিভাবে অর্থ উপার্জন করা যাই,

তাই আপনাদের কাছে একটা রিকুয়েষ্ট  থাকবে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার।


গুগল এডসেন্স কি: আমরা সবাই যারা ইন্টারনেট ব্যবহার করি তারা অবশ্যই গুগল কে চিনি. হ্যা এই গুগলের একটি সেবার নাম হলো এডসেন্স বা গুগল এডসেন্স।

মূলত গুগল এডসেন্স হলো একটি এডস কোম্পানী যারা বিভিন্ন ভিডিও ও ব্লগে এডস দেখিয়ে অর্থ উপার্জন করে।

সহজ ভাষায় যদি বলি আপনি কোনো একটি ভিডিও খুজছেন বা কোনো একটি সিনেমা দেখার জন্য ইউটিউবে চলে গেলেন।

সেখানে গিয়ে আপনার কাংখিত ভিডিওটি প্লে করলেন।

ভিডিওর শুরুতে অথবা ভিডিওর কোন এক অংশে আপনাকে একটি এডস দেখানো হলো।

মূলত এই এডস গুলো ই গুগল এডসেন্স প্রোভাইড করে থাকে।


এই এডস এর মাধ্যমে আসলে 3 টা কোম্পানী অর্থ উপার্জন করে।

প্রথম যেই কোম্পানী এই এডস গুলো দিচ্ছে. যেমন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ।

বিকাশ গুগল কে টাকা দিয়ে বলল যে আপনারা আপনাদের ভিডিওতে ব্লগে বা বিভিন্ন অ্যাপ এ আমাদের এই সার্ভিসের এডস গুলো দিবেন যাতে আমাদের এই নতুন অফার বা সার্ভিসের ব্যাপারে সবাই জানতে পারে।


তখন গুগল বিকাশের এই সার্ভিস এর ব্যাপারে ইউটিউব ব্লগ এর মাধ্যমে দেশের সকল মানুষের কাছে ছড়িয়ে দেবে।

এতে বিকাশ কিছু টাকা খরচ করে হলেও এই অফার বা সার্ভিসের ব্যাপারে সকল গ্রাহকদের জানিয়ে দিতে পারছে. এতে বিকাশ বা যেই কোম্পানী ই এডস দেয় না কেন তাদের গ্রাহক বাড়বে।


একইভাবে উক্ত এডস গুলো যেই ইউটিউব চ্যানেলের ভিডিওতে বা যেই ওয়েবসাইট এর ব্লগে দেখানো হচ্ছে উক্ত ইউটিউব চ্যানেল বা ব্লগের মালিক কেও এই আয় থেকে কমিশন দিচ্ছে।

যেমন বিকাশ 1000 টাকার প্রমোশন করল বা এডস দিল।


এই 1000 টাকার এডস গুগল বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ব্লগে দেখাল!

ফলে যাদের ভিভিওতে বা যাদের ব্লগে এডস দেখানে হচ্ছে তাদের কে অধিকাংশ টাকা দেয়া হচ্ছে. বাকি কিছু অংশ গুগল রেখে দিবে।


মূলত এইভাবে আপনারা গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন।


গুগল এডসেন্স বাদে এই রকম আরো অনেক এড নেটওয়ার্ক আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন।

তবে, সব থেকে বিশ্বস্থ ও জনপ্রিয় বা বেশী আয় একমাএ গুগল এডসেন্স থেকেই পাওয়া যাই।


এই গুগল এডসেন্স থেকে অর্থ উপার্জন করতে হলে আপনাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকবে হবে।

আপনারা ইউটিউব চ্যানেল খুলে তাতে নিয়মিত ভিডিও আপলোড করে এই গুগল এডসেন্স এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন বা ওয়েবসাইট খুলে তাতে নিয়মিত আর্টিকেল লিখে পোস্ট করে ও গুগল এডসেন্স পেতে পারেন।


যদি আপনার ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট থাকে তাহলে আপনি গুগল এডসেন্স এর পাশাপাশি আরো অনেক উপায়ে অনেক টাকা আয় করতে পারেন।

যেমন,  এফিলিয়েট মার্কেটিং, স্পন্সর, ই-কমার্স বা আরো অনেক উপায়ে এডসেন্স এর পাশাপাশি আয় করা সম্ভব।

এই নিয়ে আমরা সামনে আরো অনেক ভিডিও  ও আর্টিকেল দেব।

নতুন আর্টিকেল ও ভিডিও পেতে নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন।

ধন্যবাদ 

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন