সিমের মালিকানা পরিবর্তনের উপায় - Sim Ownership Change

সিমের মালিকানা পরিবর্তন
সিমের মালিকানা পরিবর্তন

কিভাবে সিমের মালিকানা পরিবর্তন করবেন?

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে সিমের একটি গুরুত্তপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

সিমের মালিকানা পরিবর্তন কী?

সিমের মালিকানা পরিবর্তন বলতে কোনো একটি সিমের বর্তমান মালিক কে পরিবর্তন করে অন্য কারো নামে নামে সিমটি করে নেয়া কে বুঝি। 

ধরুন, আপনার বাবার নামে একটি সিম রেজিস্ট্রেশন করা আছে। যেই সিমটি আপনি ব্যবহার করেন।এখন কোনো কারণে সিমটির কোনো সমস্যা হলে(হারিয়ে যাওয়া/চুরি হওয়া/নষ্ট) আপনার বাবার আইডি ও ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে সিমটি তুলে আনতে হবে। এমতবস্থায় আপনার বাবা উপস্থিত না থাকলে সিমটি তুলে / রি রেজিস্ট্রেশন করতে পারবেন না। কারণ আপনার বাবার আইডি ও ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে সিম টি নেয়া ছিল। এই রকম সমস্যা থেকে শুরু করে আরো অনেক সমস্যায় না পরতে চাইলে সিমটি আপনার নামে মালিকানা পরিবর্তন করে রাখলে ভালো হয়। অনেক সময় মানুষের সিম কেনার লিমিট ক্রস হয়ে যায়। তখন সে তার নামে থাকা সিম গুলো অন্য কারো নামে মালিকানা করে দিলেই সে আবার সিম কিনতে পারবে। সে মালিকানা পরিবর্তন না করে চাইলে সিমটি বন্ধ করলেও পারে।

মূলকথায়ঃ

কোনো একটি সিমের বর্তমান মালিককে পরিবর্তন করে অন্য কারো নামে সিমটির মালিকানা ট্রান্সফার করাকেই সিমের মালিকানা পরিবর্তন বলে।

সিমের মালিকানা পরিবর্তন করতে কি কি লাগেঃ

১/সিমটি বর্তমানে যার নামে আছে তাকে ও তার আইডি সাথে নিতে হবে।

২/ সিমটি যার নামে মালিকানা হবে তাকে ও তার আইডি সাথে নিতে হবে।

৩/ উক্ত সিমটি ও যেকোনো একটি মোবাইল সাথে নিতে হবে।

কোথায় থেকে মালিকানা পরিবর্তন করা যাবেঃ

আপনি যেই অপারেটরের সিম এর মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন সেই অপারেটরের যেকোনো রিটেইলার/কাস্টমার কেয়ার/সার্ভিস সেন্টার/যেখানে সিম বিক্রি করে এমন জায়গায় গিয়ে সিমটির মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন।

যেমন, আপনার সিমটি যদি টেলিটক হয় তাহলে নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার/রিটেইলার সহ যেখানে টেলিটক সিম বিক্রি হয় এমন জায়গায় গিয়ে সিমের মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন।এক্ষেএ আপনাকে উপরে দেয়া সকল তথ্য ও স-শরীরে গিয়ে মালিকানা পরিবর্তন করে নিতে হবে।

মালিকানা পরিবর্তন করলে কি হবেঃ

যার নামে মালিকানা পরিবর্তন করবেন সে এখন এই সিমের মালিক। সে ছাড়া অন্য কেউ সিমটি তুলতে পারবে না। এমনকি আগে যার নামে ছিল সেও পারবে না। কারণ , এখন আর সে সিমের মালিক নয়। 

মালিকানা পরিবর্তনের কোনো চার্জ আছেঃ

মালিকানা পরিবর্তন করার কোনো চার্জ নেই।একদম ফ্রিতে মালিকানা পরিবর্তন করতে পারবেন।তবে, কিছু সিম বিক্রেতা আপনার কাছে ১০/২০ টাকা চার্জ চাইতে পারে।কিন্তু সিম অপারেটর এর নিয়ম অনুযায়ী এটা ফ্রি।

মালিকানা পরিবর্তন করলে একাউন্ট এর ব্যালেন্স/ডাটা/বিকাশ/নগদ/উপায় একাউন্টের কোনো সমস্যা হবেঃ

একদম না। আপনার একাউন্ট এ থাকা কোনো ব্যালেন্স/ডাটা/বিকাশ/রকেট/নগদ/উপায় একাউন্টের কোনো সমস্যা হবে না। শুধমাএ মালিকানা পরিবর্তন হবে। একজনের থেকে অন্য জনের নামে সিমটি হয়ে যাবে।

মালিকানা পরিবর্তন করার সুবিধাঃ

মালিকানা পরিবর্তন করার অনেক সুবিধা আছে। সিমের মালিকানা পরিবর্তনের কোনো ক্ষতি বা অসুবিধা নেই।

১/ সিমটি হারিয়ে যাওয়ার/ গেলে কোনো সমস্যা নেই, আপনি চাইলেই যেকোনো সময় তুলে নিতে পারবেন।

২/ সিমের মধ্যে থাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস একাউন্ট এর কোনো সমস্যা হবে না কারণ, সিমটি হারিয়ে গেলে সিমের মধ্যে থাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস একাউন্ট এর টাকার কোনো ক্ষতি হবে না। আপনি ত সিমটি তুলে নিতেই পারছেন। 

সিমটি তুলার ২৪ ঘন্টার মধ্যে সিমে থাকা মোবাইল ফিন্যান্সিয়াল  একাউন্ট সচল হয়ে যাবে।

৩/ আপনি চাইলে ই যেকোনো সময় আবার অন্য কারোর নামে সিমটি মালিকানা ট্রান্সফার করে দিতে পারবে।

৪/ প্রয়োজনে আপনি সিমটি কাস্টমার থেকে বন্ধ করে দিতে পারেন।

৫/ ইত্যাদি (আরো অনেক সুবিধা আছে)

একজনের আইডি কার্ডের মাধ্যমে কতটি সিম চালানো যায়ঃ

একজন মানুষ তার আইডি দিয়ে সর্বমোট ১৫ টি সিম চালাতে পারবেন।

সিমের মালিকানা পরিবর্তন করতে কত সময় লাগেঃ

সিমের মালিকানা পরিবর্তন করতে ৫-১০ মিনিট সময় লাগে।

সিমের মালিকান পরিবর্তন করলে কিভাবে যাচাই করবঃ

মালিকানা পরিবর্তন সম্পন্ন হলে মেসেজ এর মাধ্যমে উক্র সিমে জানিয়ে দেয়া হবে।

আইডি দিয়ে কতটি সিম নেয়া আছে কিভাবে দেখবঃ

আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে নিচের পদ্ধতি অনুসরন করুনঃ

১/ প্রথমে ডায়াল করুন *১৬০০১#

২/ আপনার আইডি কার্ডের আইডি নম্বরের শেষের ৪ সংখ্যা লিখে সেন্ড করে দিন।

৩/ ফিরতি এসএমএস এ আপনাকে আপনার আইডি কার্ডের মাধ্যমে থাকা সকল সিমের নাম্বার দেখানো হবে।

৪/ আপনার নামে যদি কোনো সিম মালিকানা পরিবর্তন করে এনে থাকেন তাহলে উক্ত নাম্বার টিও দেখানো হবে। একইভাবে, আপনার আইডি থেকে কোনো সিম অন্য কারোর নামে মালিকানা দিয়ে থাকলে উক্ত নাম্বারটি দেখানো হবে না।

সতর্কতাঃ

যার আইডির সিমের তথ্য দেখতে চাচ্ছেন তার আইডি দিয়ে নেয়া এমন সিম থেকে *১৬০০১# ডায়াল করে দেখতে পারবেন।

অর্থাৎ যদি আপনার আইডি দিয়ে কেনা সিমের লিস্ট দেখতে চান তাহলে আপনার আইডির মাধ্যমে কেনা হয়েছে এমন সিম থেকে *১৬০০১# ডায়াল করে আপনার আইডির শেষের ৪ সংখ্যা লিখে সেন্ড করতে হবে। এসএমএস এর জন্য কোনো চার্জ কাটা হবে না।                                                                                     

এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে দেখে আসতে পারেঃ

দেখতে ক্লিক করেনঃ


আপনার যদি অন্য কোনো কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন অথবা আমাদের মেইল করুন। 

সিম কার্ড নিয়ে আরো কিছুঃ 

আমাদের ওয়েবসাইট

আমাদের চ্যানেল

আমাদের পেইজ

আমাদের গ্রুপ

আমাদের ইমেইল

যোগাযোগ করুন

এই বিষয়ে সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকন।


ধন্যবাদ


কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন