এডসেন্স ট্যাক্স ফর্ম সাবমিট নিয়ে গুগলের নতুন আপডেট

গুগল এডসেন্স ট্যাক্স ফর্ম সাবমিট
গুগল এডসেন্স নতুন আপডেট

গুগল এডসেন্স ট্যাক্স ফর্ম সাবমিটঃ 

যারা ইউটিউব,ব্লগ,অ্যাপ থেকে গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য জরুরী বিজ্ঞপ্তিঃ

 

যারা ইউটিউব, অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করেন এটা তাদের জন্য একটা গুরুত্বপুর্ন আপডেট আসছে গুগল থেকে। 

আপনারা আপনাদের এডসেন্স এর হোম পেইজে ট্যাক্স ইনফো সাবমিট করার জন্য পপ নোটিফিকেশন বা একশন বাটন পাবেন। 


নতুন আপডেট কিঃ

এখন থেকে আপনার ইনকামের যে অংশটা ইউএস থেকে আসবে (ইউএস থেকে ভিউ হওয়ার পরে যা ইনকাম হবে) সেটার উপর গুগল ট্যাক্স কেটে রাখবে। সেই ট্যাক্সের পরিমাণ ১০% - ৩০% পর্যন্ত হতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই অ্যাডসেন্স একাউন্টে আপনার ট্যাক্সের তথ্য গুলো দিতে হবে। দিলে আপনি অনেক সুবিধা পাবেন। 


সতর্কতাঃ

যদি আগামী ৩১ মে ২০২১ এর মধ্যে আপনি আপনার এডসেন্স একাউন্ট এ গিয়ে  ইউএস-এর ট্যাক্স ইনফো ফর্ম পুরন করে সাবমিট  না করেন তাহলে আপনার ইনকামের মোট টাকা  থেকে ২৪% ট্যাক্স কেটে রাখা হবে।


উদাহরণঃ

মনে করুন  আপনি ৩০০ ডলার ইনকাম করলেন, এবং সেই ৪০০ ডলারের মধ্যে ১০০ ডলার এসেছে ইউএস-এর ভিউ থেকে। এখন আপনি যদি ট্যাক্স ইনফো জমা দিয়ে থাকেন তাহলে ১০০ ডলার থেকে ট্যাক্স কাটবে, সেটা ১০% - ৩০% এর মধ্যে হবে। 

কিন্তু যদি ইনফো বা ট্যাক্স ফর্ম জমা  না দেন, তাহলে পুরো ৪০০ ডলার থেকে ২৪% কাটবে।

ট্যাক্স ইনফো জমা না দিলে আপনার পুরো ইনকামের ২৪% কেটে নেবে। যদি ট্যাক্স ইনফো জমা দেন তাহলে শুধু ইউএস থেকে ইনকাম হওয়া টাকা থেকে ট্যাক্স কেটে নেবে।


ট্যাক্স ইনফো জমা দিলে বাংলাদেশ থেকে কত % ট্যাক্স কাটবেঃ

যদি আপনি বাংলাদেশ থেকে ট্যাক্স ইনফো জমা দেন তাহলে আপনার ইউএস থেকে আসা ইনকামের ১০% ট্যাক্স কেটে নেবে। 

আপনাদের বুজানোর জন্য কিছু  উদাহরণ দেয়া হলোঃ

  • যদি আপনার সর্বমোট ইনকাম ৫০০ ডলার হয় এবং এর মধ্যে ১০০ ডলার ইউএস থেকে আসে তাহলে আপনাকে ১০০ ডলারের মধ্যে ১০% অর্থাৎ ১০ ডলার ট্যাক্স দিতে হবে। 

  • যদি আপনার সর্বমোট ইনকাম ৫০০ ডলার হয় এবং এই ৫০০ ডলার ই ইউএস ব্যতিত সকল দেশে থেকে ইনকাম হয়েছে তাহলে আপনাকে উক্ত ৫০০ ডলারের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। কারণ, আপনি ট্যাক্স ইনফো জমা দিয়েছেন এবং আপনার ইনকাম ইউএস থেকে হয়নি। 


ট্যাক্স ইনফো জমা না দিলে বাংলাদেশ থেকে কত % ট্যাক্স কাটবেঃ

  • যদি আপনার সর্বমোট ইনকাম ৫০০ ডলার হয় এবং এর মধ্যে ১০০ ডলার ইউএস থেকে আসে তাহলে আপনাকে পুরো ৫০০ ডলারের উপর ২৪% ট্যাক্স দিতে হবে। কারণ, আপনি ট্যাক্স ইনফো জমা দেন নি। 

  • ট্যাক্স ইনফো জমা না দিলে  আপনার ইনকাম কোথা থেকে হয়েছে সেটা দেখা হবে না।আপনি যদি পুরো ৫০০ ডলার ই বাংলাদেশ থেকে ইনকাম করে থাকেন তাহলেও ট্যাক্স ইনফো জমা না দেওয়ার কারণে ৫০০ ডলারের উপর ২৪ % ট্যাক্স কাটা হবে।


পার্থক্য কিঃ 

  1. ট্যাক্স ইনফো দেওয়ার ফলে ইউএস থেকে  ইনকাম হওয়া টাকার থেকে মাএ ১০% - ৩০ ট্যাক্স কাটবে।বাংলাদেশের মানুষের  থেকে হলে ১০% ট্যাক্স কাটবে। 

  2. ট্যাক্স ইনফো না দিলে পুরো আয়ের থেকে ২৪% কেটে নেবে। 



কি করা উচিতঃ 

তাই, বিশাল এই লস থেকে বাচতে চাইলে ৩১ মে ২০২১ এর মধ্যে অ্যাডসেন্স একাউন্টে ঢুকে নোটিফিকেশন সেকশন থেকে "Important: Check if additional tax information is required from you. All YouTube creators and partners are required to submit tax information to ensure any applicable taxes on your payments are accurate." এই অপশনের মধ্যে "Manage Tax Info" তে ক্লিক করে তথ্য গুলো দিয়ে দিন।এই লেখাটি আপনি এডসেন্স এ লগইন করার পর দেখতে পারবেন। 

অন্যথায় নিচের ধাপ অনুসরণ করুনঃ 


কিভাবে ট্যাক্স ইনফো জমা দিবেনঃ 

  1. প্রথমে আপনার এডসেন্স একাউন্ট এ লগিন করুন।

  2. পেমেন্ট অপশনে ক্লিক করুন। 

  3. মেনেজ সেটিংস এ ক্লিক করুন।

  4. স্ক্রল করে নিচের দিকে এসে পেমেন্ট প্রোফাইল এ ক্লিক করুন।

  5. ক্লিক করুন Edit "United States tax info তে এডিট করার জন্য।

  6. মেনেজ ট্যাক্স ইনফরমেশন এ ক্লিক করুন।

  7. তারপর আপনাকে আপনার নাম,ঠিকানা,টিন নাম্বার সহ কিছু তথ্য দিয়ে ফর্ম সাবমিট করুন। 


এই কাজ টি করার আগে এই নিয়ে ইউটিউব থেকে কয়েকটি ভিডিও দেখে করবেন। এই নিয়ে ইউটিউবে সার্চ করুন। ট্যাক্স ইনফো সাবমিট নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও ইউটিউবে রয়েছে । 


কাদের ট্যাক্স ইনফো জমা দিতে হবেঃ

  1. ইউটিউব + এডসেন্স এর মাধ্যমে যারা ইনকাম করে।

  2. ওয়েবসাইট + এডসেন্স এর মাধ্যমে যারা ইনকাম করে।

  3. অ্যাপ + এডমোব মাধ্যমে যারা ইনকাম করে।

  4. মূল কথায় যারা এডসেন্স  + এডমোব এর মাধ্যমে আয় করেন। 

সময়সীমাঃ

আগামী ৩১ মে ২০২১ এর মধ্যে অবশ্যই ট্যাক্স ইনফো জমা দিতে হবে। 

অন্যথায়,পুরো ইনকামের উপর ২৪% কেটে নেয়া হবে। 


আরও বিস্তারিত জানতেঃ 

 https://support.google.com/youtube/answer/10390801

helpshiftchannel@gmail.com

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন