মুনাফা চালু বা বন্ধ করার নিয়ম |
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং খাতের এক অন্যন্য নাম। অল্প কয়েক দিনের মধ্যেই এই সার্ভিস সকলের কাছে প্রিয় হতে উঠছে তাদের দ্রুততম সার্ভিস ও সিকিউরিটির জন্য। আজকার দিনে টাকা পাঠানোর জন্য ব্যাংকে লাইনে দাড়াতে হয় না। মাএ কয়েক সেকেন্ডের মধ্যেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো যায় এর ব্যাংকিং এর মাধ্যমে।
বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রায় সকল কাজ এ সহজ করে তুলেছে। গ্রাহককে মানসম্মত সেবার পাশাপাশি তারা দিচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা। গ্রাহক চাইলেই তার জমা থাকে টাকা উপর মুনাফা পেতে পারেন। বা অনেকেই চাই মুনাফা সার্ভিস বন্ধ করতে। আজকের আপনাদের সাথে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে, কিভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মুনাফা চালু বা বন্ধ করবেন।
বর্তমানে দেশের প্রায় মই সকল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান মুনাফা বা ইন্টারেস্ট দিয়ে থাকে।
এর মধ্যে প্রথমে আসবে বিকাশ। তবে, মুনাফা হারের দিক দিয়ে বেশী ইন্টারেস্ট দেয় বাংলাদেশের ডাক বিভাগের প্রতিষ্ঠান নগদ।
কত টাকা মুনাফা দেয়া হয় এটা কিভাবে হিসাব করবেঃ
মুনাফা সাধারণত একাউন্ট এ থাকা গড় ব্যালেন্স + মুনাফার হার + ব্যাংক এর পরিমানের উপর নির্ভর করে।
অর্থাৎ আপনার একাউন্ট এ যদি ১,০০০ --৪,৯৯৯ এই পরিমান এমাউন্ট প্রতি দিনশেষে থাকে তাহলে উক্ত মোবাইল ব্যাংক থেকে ঘোষনা করা পরিমান মুনাফা হিসেবে দেয়া হবে।তবে, সকল ব্যাংক এর একটা নিয়ম আছে যে, আপনার একাউন্ট এ সর্বনিম্ন ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে।
কত পারসেন্ট ইন্টারেস্ট বা মুনাফা দিবে তা সকল ব্যাংকের হার আলাদা এবং এর পরিমান যেকোনো সময় উক্ত মোবাইল ব্যাংক পরিবর্তন করতে পারবে।
বিকাশে কিভাবে মুনাফা চালু বা বন্ধ করবেনঃ
বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজে,নিরাপদে ও দ্রুত টাকা আদান-প্রদানের জন্য বেশি জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং।
এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বিকাশ,নগদ,রকেট ও উপায়।
এই একাউন্ট থেকে আপনার জমা থাকা এমাউন্টের উপর একটা ইন্টারেস্ট প্রদান করে থাকে। এটাকে মুনাফা বলে।
অনেক সময় এই সার্ভিস বা সেবা গ্রাহক নিতে বা বন্ধ করতে চাই। এই কারণে আপনাদের মাঝে নিয়ে এলাম কিভাবে আপনার মোবাইল ব্যাংকিং একাউন্টে মুনাফা বা ইন্টারেস্ট সার্ভিস চালু বা বন্ধ করবেন।
ইসলামিক বিধি-বিধান অনুসারে এই মুনাফা নেয়া অনেক গুনাহ এর কাজ। এই কারণে অনেকে এই সার্ভিস নিতে চাই না।
আবার অনেকেই আছেন যাদের একাউন্ট এ প্রচুর টাকা থাকে তারা চাই যে, আমি আমার জমা থাকা এমাউন্টের উপর যদি মুনাফা পেতাম তাহলে ভালোই ছিল
এই দুই ধরণের মানুষের জন্যই মূলত আজকের ব্লগ বা আর্টিকেলটি লেখা হয়েছে।
আশা করি মনোযোগ দিয়ে উক্ত আর্টিকেলটি পড়ে আপনার সমস্যার সমাধান পাবেন।
বিকাশ একাউন্টে ইন্টারেস্ট বা মুনাফা চালুঃ
একটি নতুন কিংবা পূরাতন একাউন্ট মূনাফা পেতে হলে আপনাকে কিছু করতে হবে না। একাউন্ট সফল ভাবে খোলার সাথে সাথেই আপনার মুনাফা সেবা হয়ে যাবে।
বিকাশে মুনাফা পেতে হলে কিছু শর্ত সাপেক্ষে আপনাকে মুনাফা দেয়া হবে।
বিকাশে মুনাফা পাবার শর্তঃ
১। আপনার একাউন্ট সফল ভাবে চালু থাকতে হবে।
২। প্রতি মাসে সর্বনিম্ন ২ টি লেনদেন করতে হবে।
৩। মাস জুড়ে প্রতি দিন শেষে আপনার একাউন্ট এ সর্বনিম্ন ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে।
৪। আরো কিছু শর্ত মেনে আপনাকে মুনাফা দেয়া হবে।
বিকাশে মুনাফা কবে বা কতবার দেওয়া হয়ঃ
আপনাকে আপনার প্রাপ্ত মুনাফার টাকার উপর সরকারের ভ্যাট / ট্যাক্স কেটে বছরে দুইবার দেওয়া হবে।
বিকাশে মুনাফা বন্ধ করার পদ্ধতিঃ
আপনার যেই বিকাশ সিম থেকে মুনাফা সেবা বন্ধ করতে চান, সেই সিম থেকে ১৬২৪৭ নম্বরে কল করুন। আপনার পছন্দের ভাষা বাছাই করুন।তারপর তারা বলবে জমানো টাকার উপর ইন্টারেস্ট বা অন্যান্য তথ্য;সেই অপশন বাছাই করুন। এরপর ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের জন্য ১ বাছাই করুন।এখন ইন্টারেস্ট বন্ধ করতে ১ সিলেক্ট করুন।(এই ভাবে বন্ধ করার পর যদি পূনরায় চালু করতে চান তাহলে ১ এর বদলে ২ সিলেক্ট করুন।
আপনাকে এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন জানানো হবে।
আপনি চাইলে ১৬২৪৭ এর কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলেও এই মুনাফা সেবা চালু বা বন্ধ করতে পারেন। তবে, যেই একাউন্টের মধ্যে এই সার্ভিস চালু বা বন্ধ করতে চান সেই সিম থেকেই কল করতে হবে।
বিকাশ এর ইন্টারেস্ট এর পরিমান সহ বিস্তারিত জানতে ভিসিট করুন বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
নগদে মুনাফা অনেক টা বিকাশের মতই তবে, এতে মুনাফার পরিমান অন্যান্য গুলোর চেয়ে অনেক বেশী।
নগদে কিভাবে মুনাফা চালু করবেনঃ
বিকাশের মতই নগদে মুনাফা একাউন্ট খোলার সাথে সাথেই চালু হয়ে থাকে।
তবে, একাউন্ট খোলার সময় (অ্যাপ+এজেন্ট+কাস্টমার কেয়ার) যদি মুনাফা সেবা অফ রাখেন তাহলে মুনাফা পাবেন না।
আপনারা চাইলে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি এর মাধ্যমে এই সার্ভসি দেখতে ও চালু বন্ধ করতে পারবেন।
যারা নগদের অ্যাপ চালান এবং নগদের ইসলামিক অ্যাপ ব্যবহার করেন তারা মুনাফা পাবে না। আপনি নগদ অ্যাপ থেকেও এই মুনাফা সার্ভিস চালু বা বন্ধ করতে পারবেন।
যারা নগদের ইসলামিক অ্যাপ ব্যবহার করেন তারা মুনাফা পাবে না বা মুনাফা সার্ভিস চালু করতে পারবে না। উক্ত গ্রাহক নগদের ইসলামিক অ্যাপ থেকে নগদের সাধারণ অ্যাপ -এ আসলে মুনাফা চালু বা বন্ধ করার অপশন পাবে।
সাধারণ অ্যাপ এ থেকে গ্রাহক মুনাফা সেবা চালু ও বন্ধ করতে পারবেন।
কিভাবে অ্যাপ -এর মাধ্যমে নগদে মুনাফা চালু বা বন্ধ করবেনঃ
১/ নগদ অ্যাপ -এ প্রবেশ করুন।
২/ আমার নগদে ক্লিক করুন।
৩/ মুনাফা পেতে চাই অপশনটি সিলেক্ট করুন।
৪/ হ্যা সিলেক্ট করে মুনাফা সেবা চালু ও না সিলেক্ট করে মুনাফ সেবা বন্ধ করতে পারেন।
আপনি চাইলে এর উপরে থাকা একাউন্টের ধরণ এ ক্লিক করে ইসলামিক মোড সিলেক্ট করতে পারেন। ইসলামিক একাউন্টে গেলে মুনাফা সার্ভিস বন্ধ থাকবে।
যাদের অ্যাপ নেই তারা চাইলে *১৬৭# ডায়ালের মাধ্যমেও এই সার্ভিস চালু বা বন্ধ করতে পারবেন।
কিভাবে ডায়ালের মাধ্যমে মুনাফা চালু বা বন্ধ করবেনঃ
১। *১৬৭# চাপুন।
২। মাই নগদ(my nagad) অপশন টি বাছাই করুন।
৩। আপডেট প্রোফাইল স্ট্যাটাস(update profile status) অপশনটি বাছাই করুন।
৪। yes or no এর মাধ্যমে মুনাফা সার্ভিস চালু বা বন্ধ করতে পারবেন।
নগদে মুনাফা পেতে হলেঃ
১। একাউন্ট সক্রিয় অর্থাৎ চালু হতে হবে।
২। দিন শেষে একাউন্ট এ মিনিমাম ব্যালেন্স ১,০০০৳ থাকতে হবে।
৩।মাসে মিনিমাম ২ টি লেনদেন করতে হবে।
৪। আরো কিছু শর্ত মেনে মুনাফা প্রদান করা হবে।
নগদে মুনাফা কবে বা কতবার দেয়া হয়ঃ
আপনার আপনার প্রাপ্ত মুনাফার উপর সরকারের ভ্যাট/ট্যাক্স কেটে তিন মাস পর পর দেয়া হবে।
আপনারা চাইলে ১৬১৬৭ এই নম্বরে কল করেও এই বিষয়ে সাহায্য পেতে পারেন।
নগদে মুনাফা এর পরিমান ও এই নিয়ে বিস্তারিত জানতেঃ ক্লিক করুন
রকেটে মুনাফাঃ
বর্তমানে রকেটে মুনাফা সার্ভিস নেই। রকেট বা ডাচ-বাংলা ব্যাংক ভবিষ্যতে এই মুনাফা বা ইন্টারেস্ট সার্ভিস বলে আশা করা যায়।পরবর্তী আপডেট পেতে আমাদের অফিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
উপায়ে মুনাফাঃ
উপায়ে টাকা রাখলে উক্ত টাকার উপর কোনো মুনাফ/ইন্টারেস্ট/সুদ প্রদান করা হয় না। ভবিষ্যতে এই রকম সেবা চালু হলে আপনাদের জানানো হবে।আপনারা উক্ত আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন এবং আমাদের উক্ত ওয়েবসাইট সেইভ করে রাখুন।
ইসলামিক সতর্কতাঃ
আপনি যদি একজন মুসলিম ও ইসলামিক বি-বিধান মেনে থাকেন, তাহলে মুনাফা বা সুদ না নেওয়া টাই ভালো। কারণ মুনাফা এর আরেক নাম সুদ।
আপনারা হয়তবা জানেন সুদ কতটা গুনাহ এর কাজ। এই মুনাফা বা লাভের জন্য এত বড় ইসলামিক আইন ভাঙ্গা ঠিক না। এই মুনাফা বা সুদের টাকা হারাম এর তালিকায় পরবে। সুদ দেওয়া ও নেওয়া উভয় ইসলামিক বিধানে মহা পাপ।
সতর্কতাঃ
মোবাইল ব্যাংকিং সার্ভিসে মুনাফা পেতে আরো অনেক শর্ত আছে। এই ব্লগটি শুধু মুনাফা চালু বা বন্ধ করা নিয়ে। এই ব্লগ পড়ে মুনাফা চালু ও বন্ধ করতে পারবেন। মুনাফা পাবার সকল শর্ত জানতে তাদের ব্যাক্তিগত ওয়েবসাইট ভিসিট করুন।
উপরে বিকাশ ও নগদ এর মুনাফার আর্টিকেল লিংক দেয়া আছে। নিচে থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আরো তথ্য জানার জন্য।
বিকাশঃ ১৬২৪৭ / support@bkash.com / livechat.bkash.com
নগদঃ ১৬১৬৭ / 09609616167 / info@nagad.com.bd
রকেটঃ ১৬২১৬
উপায়ঃ ১৬২৬৮ / info@upaybd.com
বিকাশ নিয়ে আরো কিছুঃ
বিকাশ এর চলমান কিছু অফার দেখতে ক্লিক করুন।
বিকাশ অ্যাপ ডাউনলোড করুনঃ
বিকাশের সকল অফার ও আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
আমাদের ওয়েবসাইট
আমাদের চ্যানেল
আমাদের পেইজ
আমাদের গ্রুপ
আমাদের ইমেইল
একটি মন্তব্য পোস্ট করুন
কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন