অনলাইন থেকে টাকা আয় |
অনলাইন থেকে কত উপায়ে টাকা আয় করা যায়ঃ
ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে
এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
ব্লগিং এর মাধ্যমে
অ্যাপ ডেভেলপমেন্ট এর মাধ্যমে
গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে
ডাটা এন্ট্রির মাধ্যমে
লিড জেনারেশন এর মাধ্যমে
আরো হাজার হাজার কাজ রয়েছে
উপরে দেয়া যেকোনো একটি মাধ্যমে আপনি অনলাইন থেকে অনেক টাকা আয় করতে পারেন। উপরে আপনাদের কিছু জনপ্রিয় কাজের কথা তুলে ধরলাম।
ইউটিউব ভিডিওর মাধ্যমে ইনকামঃ
একটি ইউনিক ব্র্যান্ড নেম বাছাই করা।(যেই নামে চ্যানেল নেই)।
উক্ত নামে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে।
চ্যানেলটিকে কাস্টমাইজ করা।(লোগো/ব্যানার/ট্যাগ)
নিয়মিত ভিডিও আপলোড করা
ভিডিওর টাইটেল/ট্যাগ SEO করা
ভিডিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করা
কিছুদিন পর আপনার ভিডিওতে ইউটিউব+গুগল থেকে এড বা বিজ্ঞাপন দেখানো হবে।
উক্ত এড থেকে আপনি ইউটিউব + গুগল থেকে টাকা পাবেন। তাছাড়া আপনি আপনার ভিডিওতে বিভিন্ন পণ্যের স্পন্সার নিয়েও অনেক টাকা আয় করতে পারেন। তবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। একদিন সাফল্য আসবেই। ইউটিউবে আপনাকে একটি নির্দিষ্ট নিশ বা ধরনের উপর নিয়মিত ইউনিক ভিডিও দিতে হবে।
এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকামঃ
এই নিয়ে ইতিমধ্যে আমাদের একটি ব্লগ পোস্ট করা আছে।অনুগ্রহ করে দেখে আসুন।
ক্লিক করুনঃএফিলিয়েট মার্কেটিং কি?
ক্লিক করুনঃএফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন?
ক্লিক করুনঃ বাংলাদেশ থেকে এফিলিয়েট মার্কেটিং?
ব্লগিং এর মাধ্যমে ইনকামঃ
ব্লগিং বলতে আমরা নিজের কোনো ওয়েবসাইটে লেখা লেখি কে বুঝি। আপনি ব্লগারে/ওয়ার্ডপ্রেসে/ওয়িক্স এর মতো বিভিন্ন ওয়েবসাইট বিল্ডিং সাইট থেকে খুব সহজেই নিজের একটি ওয়েবসাইট খুলে সেখানে নিয়মিত আর্টিকেল পোস্ট করে ভালো টাকা আয় করতে পারেন।
ওয়েবসাইট থেকে কত রকমের আয় করা যায়ঃ
আর্টিকেল বা ব্লগ পোস্ট এর মাধ্যমে গুগল এডসেন্স থেকে বিজ্ঞাপনের মাধ্যমে
কাস্টম এড বা স্পন্সার শিপ নিয়ে তাদের কাস্টম এড বসিয়ে
পোস্টের মধ্যে এফিলিয়েট লিংক বসিয়ে
পোস্টের মধ্যে ভিডিও বসিয়ে ভিউস আনা যায়
আরো অনেক পদ্ধতি আছে
ওয়েবসাইট কিভাবে খুলবেনঃ
ব্লগার/ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে খুলে নিতে পারেন।
ইউনিক নাম ও ডোমেইন বাছাই করুন
ডোমেইন নেম অবশ্যই সহজ নামে দিবেন।
নিয়মিত ইউনিক পোস্ট করুন
কিছুদিন পর এডসেন্স পাবেন
অ্যাপ ডেভেলপমেন্ট এর মাধ্যমে ইনকামঃ
অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে অনলাইন ইনকামের সবথেকে স্মার্ট কাজ।
কোন কোন অ্যাপ থেকে টাকা আয় করতে পারেনঃ
এন্ড্রয়েড অ্যাপ
আই ও এস অ্যাপ
ম্যাক ও এস অ্যাপ
উইন্ডোজ অ্যাপ
লিনাক্স অ্যাপ
অনেকেই এই পেশা কে সফটওয়্যার ডেভেলপমেন্ট বলে। এবং যারা সফটওয়্যার বানায় তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে।
কোন অ্যাপ বানাতে কি কি শিখতে হয়ঃ
Android = Android Studio + Java/Kotlin
iOS = Android Studio + Objective-C/Swift
এমন কিছু প্রোগামিং ল্যাংগোয়েজ আছে যেটা শিখলে আপনাকে একই কোডের মাদ্যমে সকল প্লাটফর্মে চালাতে পারবেন।
Flutter+Dart=Android+iOS+Windows+Mac+Linux+Server
গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে ইনকামঃ
গ্রাফিক্স ডিজাইন হচ্ছে খুব জনপ্রিয় একটি আয়ের মাধ্যম।
গ্রাফিক্স ডিজাইনার হতে কি কি শিখতে হয়ঃ
বেসিক কম্পিউটার জানতে হবে
এডোবি ফটোশপ
এডোবি ইলাস্ট্রেটর
এডোবি ইনডিজাইন
ক্যানভা
UI/UX Design
ইত্যাদি
উপরের সকল সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকলেই আপনি ঘরে বসেই মার্কেটপ্লেস থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। সবগুলো জানতে হবে এমন কোনো কথা নেই। বেসিক ধারণা হলেই হবে।
গ্রাফিক্স ডিজাইনার হয়ে কিভাবে ইনকাম সম্ভবঃ
ফাইবার/আপওয়ার্ক/ফ্রিলেন্সার এই রকম সাইটে কাজ করতে পারেন।
বিভিন্ন কোম্পানির লোগো ডিজাইন করে
দোকানে থেকে মেমো/পোস্টার ডিজাইন করে
গ্রাফিক্স ডিজাইনে কি কি আছেঃ
লোগো ডিজাইন
ব্যানার ডিজাইন
মেমো ডিজাইন
UI/UX ডিজাইন
বিজনেস কার্ড ডিজাইন
টি শার্ট ডিজাইন
ফ্লাইয়ার ডিজাইন
ব্রশিউর ডিজাইন
বুক কভার ডিজাইন
পোস্টার ডিজাইন
প্যাকেট ডিজাইন
বিলবোর্ড ডিজাইন
পেপার এড ডিজাইন
গুগল এড ডিজাইন
ফটো এডিটিং ডিজাইন
লেটারহেড ডিজাইন
ইত্যাদি
ডাটা এন্ট্রি ও লিড জেনারেশনঃ
ডাটা এন্ট্রিঃ
ক্লায়েন্টের কাছ থেকে কাজের তথ্য নিয়ে বিভিন্ন সাইট থেকে প্রয়োজনীয় ডাটা বের করে লিস্ট করে ক্লায়েন্ট কে দেয়া কে ডাটা এন্ট্রি বলে।
যেমন,কেউ আপনাকে বলল আমাকে আমেরিকার ১০০+ টি রেস্টুরেন্ট এর নাম/মেইল/নাম্বার/ওয়েবসাইট এর তথ্য বের করে দিন।
এখন আপনি গুগল, ফেসবুক/গুগল ম্যাপ থেকে সার্চ করে খুব সহজেই তাকে কাজ টি করে দিতে পারেন। গুগল ,ফেসবুক, ম্যাপ থেকে পাওয়া রেস্টুরেন্ট এর নাম সহ সকল তথ্য MS Word / Google Docs / Sheets এ তালিকা করে ক্লায়েন্ট কে দিয়ে দিবেন। কাজ শেষ । আপনাকে পেমেন্ট করে দেবে।
লিড জেনারেশনঃ
এর মাধ্যমে কোনো ক্রেতার ইমেল, ফোন নম্বর এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়।
এর মাধ্যমে গ্রাহকের চাহিদার বিষয় গুলো জানা যায় এবং তাদের কাছে সেরকম প্রোডাক্ট বা পণ্য তুলে ধরা যায়।
“অনলাইন থেকে টাকা আয়ের আরো অনেক পদ্ধতি আছে। আপনার জানা যেকোনো মেধা কে কাজে লাগিয়ে আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন”
এই রকম আকর্ষনীয় ব্লগ পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকন।
Thank You
ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন
কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন